Details:
Event Uganda travel
গত এক দেড় দশক ধরে আফ্রিকাতে বিভিন্ন কারনে বাংলাদেশিদের আগমন বিশেষ ভাবে উল্লেখ যোগ্য । বিশেষ করে মোজাম্বিক, সাউথ সুদান, রুয়ান্ডা, উগান্ডা এবং দক্ষিন আফ্রিকা উল্লেখ যোগ্য। এসব দেশে শ্রম বিক্রির পরিবর্তে বাংলাদেশীরা বিভিন্ন ব্যবসা করছেন এবং বেশীরভাগ ক্ষেত্রে সফল হচ্ছেন। অল্প জনসংখ্যা এবং দুর্বল অর্থনীতির কারনে বাংলাদেশীরা অন্যান্য বিদেশিদের মতো এদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ এ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে কৃষি অর্থনীতি। হাজার হাজার একর বিরান তৃণভূমি ভিন্দেশিদের কাছে বিনিয়োগ এর এর উজ্জ্বল সম্ভাবনা। নামমাত্র মুল্যে হাজার হাজার একর জমি লিজ নেয়া যায় নিরানব্বই বছরের জন্য । আর এই সব দেশে ৫ থেকে ১০ বছরের মধ্যে নাগরিকতা পাওয়া যায়। নাগরিকতা পাওয়া গেলে পুর্ন মালিকানা পাওয়া যায়।
যে সকল উচ্চাভিলাসী ১৫-২০ লক্ষ টাকা খরচ করে ৬ মাস বরফে ঢাকা দেশগুলোতে পাড়ি জমায় তারা যদি একটু স্মার্ট পরিকল্পনা করে এইসব দেশে বিনিয়োগ কিংবা ব্যবসা করে তো তারা অনেক ভালো করতে পারবে।
আবার চল্লিশ কোটি জনসংখ্যার ভারে ন্যুজ এই দেশটি ছেড়ে অন্য কোথাও সন্তানদের আবাস গড়তে চাচ্ছেন তাদের জন্য সাউথ সুদান এবং উগান্ডা হতে পারে অনন্য । কৃষি এবং অন্যান্য ব্যবস্যা হতে পারে তাদের স্বপ্নের চাবিকাঠি।
এ সকল বিষয় নিয়ে নতুন পরিকল্পনার জন্য আগামী আগস্ট মাসে উগান্ডা ভিজিটের প্রস্তুতি নিচ্ছি । বিষয়ঃ কৃষি এবং কৃষি বহির্ভুত ব্যবসার সম্ভাবনা পর্যবেক্ষন। যদি কেউ এমন টি মনে করেন এবং গ্রুপ ট্যুর এ উগান্ডা ভিজিটে যেতে চান তো যোগাযোগের জন্য বলা হলো।