Details: #বোট জার্নি, ট্রেকিং, ঝর্ণা বিলাস #পাহাড় ভ্রমণ, জুমঘরে রাত্রীযাপন ৩১ অক্টোবর রাতে ঢাকা থেকে ২ দিনের ট্যুরে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ন-কাটা, মুপ্পোছড়া এবং ধুপপানি ঝর্ণা দেখতে যাচ্ছি। এই ট্যুরে যেমন থাকছে কাপ্তাই লেকে মনোরম বোট জার্নি, তেমনি এর বিশেষত্ব হল রাতে অবস্থানকালীন বিলাইছড়িতে জুমঘরে থাকার সুযোগ ও বার্বি-কিউ করার পরিবেশ। সেইসাথে ন-কাটার সৌন্দয্র্, মুপ্পোছড়া-র গহীনতা ও ধুপপানির সেই বিখ্যাত খাদে হারিয়ে যাবার অনুভূতি পেতে আপনাকে স্বাগতম। প্রথমেই ৩১ অক্টোবর রাতেই আমরা ঢাকা টু চট্টগ্রাম রওনা দেবো। ১ নভেম্বর সকালে বহদ্দারহাটে থেকে সরাসরি রাঙামাটি। রাঙামাটি পৌছে বোটে করে আমরা ৫০ সদস্যের দলটি নিয়ে কাপ্তাই লেক পাড়ি দেব। প্রায় তিন ঘণ্টার মনোরম জার্নি শেষে যাব বিলাইছড়ি। সেখানে বুকিং দেওয়া জুমঘরে রেস্ট নিয়ে ও ফ্রেশ হয়ে আমরা ন-কাটা ও মুপ্পোছড়া-র অসম্ভব সুন্দর ট্রেকিং-এ রওনা দেব। এই ঝর্ণা দুটোতে ফটোসেশন করবো, প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করব, তবে খেয়াল রাখব যাতে ঝর্ণার পরিবেশ কোনভাবেই নষ্ট না হয়। কোনমদেই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না। প্রয়োজন হলে প্লাস্টিক-পলিথিনের টুকরা সাথে করে নিয়ে আসব। ন-কাটা ও মুপ্পোছড়া-র জার্নি শেষে আমরা বিলাইছড়ির জুমঘরে ফিরে আসব। সেখানে দুপুরের খাবার শেষে সামান্য ভাতঘুম ও বিকেলে নিকটস্থ স্কুল মাঠে ফুটবল খেলার ব্যবস্থা আছে। অন্য সবার জন্য স্থানীয় বাজার ঘুরে দেখারও ব্যবস্থা আছে। রাতে বিশেষ আয়োজনে রয়েছে বার্বি-কিউ পার্টি। ২ নভেম্বর: পরেরদিনের আয়োজন বিখ্যাত ধুপপানি ঝর্ণা। ধুপপানির দুর্র্ধষ ট্রেকিং যেন আপনাকে এর প্রাকৃতিক সৌন্দর্যকে না ভুলিয়ে দেয়। এখানে রয়েছে পাথরের গায়ে সেই বিখ্যাত গিরিখাদ যেখানে ছবি তোলার জন্য সবাই মাতোয়ারা। ধুপপানির ট্রেকিং শেষ করে আমরা ফিরে যাব জুমঘরে। সেখানে সবকিছু গুটিয়ে আবার রওনা দেব তিলোত্তমা নগরীর দিকে। যদিও কর্মস্থল থেকে হাঁফ ছেড়ে বাঁচার জন্য আসা, তারপরেও ফিরে যেতে হবে আমাদের। ২ নভেম্বর রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমরা।পাহাড় ভ্রমণ ও ট্রেকিং এ জয়েন করতে চাইলে দ্রুত বুকিং করে ফেলুন।এই ট্যুরে আমরা দেখবো: ধুপপানি ঝর্ণা ন-কাটা ঝর্ণা মুপ্পোছড়া ঝর্ণা কাপ্তাই লেক। বাজেট: ঢাকা থেকে ৫৫০০/- বিস্তারিত জানতে কল করুন: সায়েম: ০১৩২২৭৪৯৩৪৪, ০১৫২১৩০২৬৬৯