Details: রাসমেলা উপলক্ষে সাতক্ষীরা শ্যামনগর থেকে সুন্দরবন দুবলার চর ভ্রমণ
অ্যাডভেঞ্চারাস সুন্দরবন ভ্রমণ: রাসমেলা, সুন্দরবন, হিরণ পয়েন্ট ও দুবলার চর
ভ্রমণের তারিখ: ১৪ নভেম্বর ২০২৪ - ১৭ নভেম্বর ২০২৪
স্থান: রাসমেলা, সুন্দরবন, হিরণ পয়েন্ট, ও দুবলার চর
বাসস্থান: লঞ্চ
যাত্রা শুরু ও শেষ: শ্যামনগর, সাতক্ষীরা টু সুন্দরবন টু শ্যামনগর, সাতক্ষীরা।
১৪ নভেম্বর ২০২৪ ( বৃহস্পতিবার ) রাতে যাত্রা শুরু (যদি ঢাকা থেকে রওনা দেন)।
দিন ১: ১৪ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ৮:০০ ঘটিকায় সাতক্ষীরা শ্যামনগর থেকে লঞ্চে যাত্রা শুরু। নদীর নির্জনতার মধ্যে, সুমিষ্ট আবহাওয়া ও পাখির ডাক শুনতে শুনতে নদীপথে যাত্রা। কলাগাছিয়া ফরেস্ট ক্যাম্প ও ইকো ট্যুরিজম পার্কে ক্ষণিক অবতরন।
মধ্যাহ্নভোজন। বিকালে হিরণ পয়েন্টে পৌঁছানো, সন্ধ্যার মধ্যে দুবলার চরে গিয়ে পৌঁছানো। রাত জাহাজে কাটবে, নিস্তব্ধ পরিবেশে। তবে যদি সি বিচে নিজস্ব তাঁবুতে ক্যাম্পিং করতে চান, সে ব্যবস্থা রয়েছে।
দিন ২: ১৫ নভেম্বর ২০২৪ (শুক্রবার)
১৫ নভেম্বর এর প্রধান আকর্ষণ রাসমেলা। এদিন সারাদিন সুন্দরবন সংলগ্ন রাসমেলায় সময় কাটানো ইভেন্ট এর মূল লক্ষ্য থাকবে।
দিন ৩: ১৬ নভেম্বর ২০২৪ (শনি বার ) সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে একটি সংক্ষিপ্ত নৌভ্রমণ। ইচ্ছা করলে সাগরে মাছ ধরতে পারবেন, সি বিচে খেলাধুলা করতে পারেন।
এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন, বন্যপ্রাণী, গাছগাছালি, ছবি তোলা, মাছ ধরা, খেলাধুলা, সি বিচ ভ্রমণ, সূর্যাস্ত উপভোগ ও রাত্রিযাপন।
দিন ৪: ২১ নভেম্বর ২০২৪ (রবি বার) সকাল ৮:০০: ফেরার জন্য তৈরি হওয়া।
বিকাল ৪ টার মধ্যে শ্যামনগরে ফিরে আসা এবং আপনার সুন্দরবনের এই সুন্দর অভিজ্ঞতার সমাপ্তি। রাতের মধ্যে ঢাকার গাড়িতে রওনা দেওয়া।